
প্রকাশ: ৫ নভেম্বর ২০১৯, ২০:১১

কুমিল্লায় ট্রলি ব্যাগ থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকা থেকে পুলিশ ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ওই কিশোরীকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি রাতের আধারে ট্রলিতে করে সেখানে ফেলে যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, হাইওয়ে পুলিশের টহল দলের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকায় সড়কের পাশে একটি ট্রলি ব্যাগ দেখতে পায়। এ সময় ট্রলি ব্যাগটি খুলে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ দেখতে পেয়ে তারা খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহত ওই কিশোরীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর