বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ছেলে ইশরাক হোসেন। এ বিষয়ে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই নেতা।
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ২০১৪ সালের ২৪ মে' যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। গেল কয়েক মাস ধরে নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন বিএনপির এই নেতা। বাংলাদেশ সময় সোমবার দুপুর দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ ইচ্ছা অনুযায়ী সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় পরিবার।
সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, আমরা দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি। তিনি দীর্ঘদিন এখানে চিকিৎসা নিচ্ছিলেন। এখন তাকে আমরা ঢাকায় নিয়ে যাবার চেস্টা করছি। বিএনপির এ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা জড়ো হন হাসপাতালে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, মনবতার কারণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। যে করেই হোক তাকে দেশে পাঠানো ব্যবস্থান করা হোক। মৃত্যুকালে সাদেক হোসেন খোকার বয়স হয়েছিলো ৬৭ বছর।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।