
প্রকাশ: ৪ নভেম্বর ২০১৯, ০:০

অবশেষে সরকারি জায়গায় গড়ে তোলা সেই অবৈধ মার্কেট গুড়িয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউপির বুড্ডা গ্রামে ইউএনও সরেজমিন উপস্থিত থেকে সরকারি এ জায়গা দখলমুক্ত করেন। এর আগে রোববার রাতে ‘ইনিউজ৭১ ডটকম’ জাতীয় অনলাইনসহ বিভিন্ন মিডিয়ায় সরকারি জায়গায় সেই অবৈধ মার্কেট নির্মাণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে প্রশাসন বিষয়টি আমলে নেন।
জানা যায়, বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি জায়গা দখলে নিয়ে সেখানে মার্কেট নির্মাণ করছিলেন স্থানীয় সোহাগ মিয়া নামে এক প্রভাবশালী ব্যক্তি। কিছুদিন আগে সেই সরকারি জায়গা কাবিখা বরাদ্দ দিয়ে ভরাট করে দেন স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার। এ কাজে তাঁরা সোহাগ মিয়ার কাছ থেকে দুই লক্ষ ৫০ হাজার টাকা নেন বলে এলাকায় অভিযোগ আছে। এছাড়াও সরকারি জায়গায় সেই মার্কেট বহাল তবিয়তে থাকার আশ্বাস দিয়ে স্থানীয় একাধিক সাংবাদিক ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে সকল কিছুর ঊর্ধ্বে থেকে সরকারি জায়গা দখলমুক্ত করায় স্থানীয় লোকজন ইউএনওকে ধন্যবাদ জানান। তাদের দাবি, এই জায়গা যেন প্রভাবশালীরা ফের দখল করতে না পারে, সেই ব্যবস্থা প্রশাসন করবেন। সরাইল ইউএনও (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা জানান, অনলাইন মিডিয়ার মাধ্যমে সরকারি জায়গায় সেই অবৈধ মার্কেট নির্মাণের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সরেজমিন গিয়ে এর সত্যতা পাই। মার্কেট গুড়িয়ে দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করেছি। সরকারের এক ইঞ্চি জায়গাও দখল করতে দেওয়া হবেনা।

ইনিউজ ৭১/এম.আর