
প্রকাশ: ৪ নভেম্বর ২০১৯, ২৩:১

পিরোজপুর জেলা পর্যায় বিজয় ফুল প্রতিযোগিতায় ইন্দুরকানী উপজেলার ২২ নং মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণরি ছাত্রী তামান্না আক্তার বিজয়ী হয়েছে। তামান্না ২ নম্ভেবর পিরোজপুর জেলা পর্যায় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে জেলার মধ্যে বিজয়ী হন। ২২ নং মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জাল হায়দার জানান আমার বিদ্যালয় উপজেলা পর্যায় বিজয়ী হয়েছিলাম জেলা পর্যায়ও আমরা বিজয়ী হয়েছি। আমরা খুশি আশা করি বিভাগিয় পর্যায় ও আমরা ভাল করবো। তামান্না কালাইয়া গ্রামের আলম সর্দার ও নাছরিন বেগমের বড় মেয়ে।
জেলা প্রশাসনের আয়োজনে ‘বিজয় ফুল’ উৎসব প্রতিযোগিতা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলি মোঃ সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামিলগি সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জাঁকজমক পুর্নভাবে বিজয়ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর জেলা শিল্প কলা একাডেমি মিলনায়াতন, মে একযোগে জেলার সকল উপজেলার বিজয়ীরা প্রতিযোগিতা অংশ গ্রহন করেন।
এবার প্রতিযোগিতার মধ্যে ছিল বিজয় ফুল তৈরী, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকণ, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিচারকের দায়িত্ব পালন করেন এবং কর্মকর্তাগণকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহযোগিতা করেন। আগামি ৯ নভেম্বর শনিবার বড়িশালে বিভাগিয় পর্যায় আনুষ্ঠানে প্রতি যোগিতায় অংশগ্রহন করবেন। এবিষয়ে ইন্দুরকানী উপজেলা শিক্ষা অফিসার পূরবীরানি দাস বালেন আমাদের উপজেলা বিজয়ফুল প্রতিযোগিতায় পিরোজপুর জেলার ৭ উপজেলার মধ্যে বিজয়ী হওয়ায় আমরা আনন্দিত আমি আশাকরি বিভাগিয় পর্যায় ও আমদের উপজেলা ভাল করবো।

ইনিউজ ৭১/এম.আর