সরাইলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২রা নভেম্বর ২০১৯ ০২:৫৩ অপরাহ্ন
সরাইলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ,”বঙ্গবন্ধুর আদর্শ, সমবায় উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা প্রশাসনও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (২নভেম্বর) সকাল ১০টায়  জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন করেন, সরাইল- আশুগঞ্জ আসনের সংসদ উকিল আব্দুস সাত্তার ভুইয়া, এরপর উপজেলা চত্তর হতে উপজেলার প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াঙ্কার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্হানীয় এমপি উকিল আব্দুস সাত্তার ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, মহিলা-ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকিয়া বেগম, সদর চেয়ারম্যান আব্দুর জব্বার, উপজেলা সমবায় সমতির সাবেক সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর, আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলি, সরাইল উপজেলা সমবায় সমতির সভাপতি মোঃ রুবেল ঠাকুর প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, সরাইল উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগির হোসেন, মোঃকামাল হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমবায় সমিতির বিভিন্ন এলাকার সদস্যবৃন্দও উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীগণ। এসময় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে এদেশের মানুষ স্বাবলম্বী হয়েছে, সমবায় ভিত্তিক সমাজ গড়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে সমবায়ের আওতায় আসার আহবান জানান। 

ইনিউজ ৭১/এম.আর