
প্রকাশ: ১ নভেম্বর ২০১৯, ২০:৩৫
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) সকাল উপজেলা পরিষদ চত্বর হতে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিতহয়।
সভায় সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারও উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা প্রিয়াঙ্কা সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩১২ মহিলা সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শেউলী আজাদ, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকিয়া বেগম।
মোঃ মজিদ বক্স এর পরিচানায় এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগির হোসেন, বিআরডি সাবেক সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর উপলব্ধি সমাজ কল্যাণ সমিতির সভাপতি সঞ্জীব কুমার দেবনাথ, বেড়তলা মেঘনা সমাজকল্যাণ সমিতির সভাপতি মোঃ শামসুজ্জামান মিয়া, প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে কুরআন পাঠকরেন মাওঃ মুফতি মুখলেছুর রহমান, উপস্থিত বক্তরা বলেন, যুব সমাজের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবকদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নাজমা বেগম।পরে অনুষ্ঠানে অতিথি বৃন্দগণ চেক- সনদপত্র বিতরণ করেন।

ইনিউজ ৭১/এম.আর