
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০:৩৫

স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি জুয়া নিয়ে একটি নীতিমালা করেন, একটি চর ঠিক করে সেখানে জুয়ার চর বানিয়ে দেন। যার যত ইচ্ছে যেয়ে খেলুক আমরা কিছু ট্যাক্স আদায় করতে পারবো। মঙ্গলবার বিকেলে গণভবনে আজারবাইজান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ক্যাসিনো নিয়ে সাংবাদিকদের বলেন, একটা সংবাদপত্রও দেশে ক্যাসিনো আছে এ নিয়ে নিউজ করে নাই। আপনারা কেউ খবর রাখলেন না। আমার কাছে খবর আসে ক্যাসিনো নিয়ে এরপর আমিই ধরার ব্যবস্থা করি।
সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যে দল আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত, তারা কোন সাহসে সরকারের দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন করে। পেঁয়াজের সংকট কমাতে কয়েকদিনের মধ্যই আমদানির ১০ হাজার টন পেঁয়াজ দেশে পৌঁছাবে বলেও জানান প্রধানমন্ত্রী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব