টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৯শে অক্টোবর ২০১৯ ০২:৫৫ অপরাহ্ন
টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান এ তথ্য জানান। আটক মো. শামীম মিয়া কাঠুয়া যুগনী এলাকার আ. সাত্তার মিয়ার ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দ্যাইনা কালিবাড়ী মোড় থেকে শামীমকে আটক করা হয়। এ সময় তাকে ২৫৫টি ইয়াবা, একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। তিনিয়া আরো জানান, শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

ইনিউজ ৭১/এম.আর