
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ২:৪৬

যৌন হয়রানির লজ্জা সইতে না পেরে চুয়াডাঙ্গায় আমিমা খাতুন ঐশী (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে কেউ না থাকার সুযোগে স্থানীয় এক বখাটে বাড়িতে ঢুকে ওই স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনার পর রাতেই লজ্জায় ওই ছাত্রী বিষপান করে বলে দাবি স্কুলছাত্রীর দুলাভায়ের। রোববার রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ রাতেই অভিযুক্ত বখাটে ফরহাদ হোসেনকে আটক করেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব