হুমায়ুন কবিরের জানাযায় জনতার ঢল!

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ২৮শে অক্টোবর ২০১৯ ০৮:৩৮ অপরাহ্ন
হুমায়ুন কবিরের জানাযায় জনতার ঢল!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী, জনপ্রিয় নেতা, কলামিষ্টও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ হুমায়ূন কবির এর জানাযার মাঠে মুসুল্লি ও জনতার ঢল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী পাড়া ঈদগাহ মাঠে আজ সোমবার(২৮অক্টোবর) বাদ যোহর অনুষ্ঠিত জানাযায় জেলার বিভিন্ন উপজেলাসহ দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন স্তরের লোকজন উক্ত জানাযায় অংশ গ্রহন করেন। অশ্রুজলে নেতা-কর্মীরা শেষ বিদায় দিয়েছেন তাঁদের প্রিয় নেতাকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। 

দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ শহরের পৈরতলা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর স্ত্রী নায়ার কবীর বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সফল মেয়র। উল্লেখ্য রোববার(২৭ অক্টোবর) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি...রাজিউন)।