
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৪৮

রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডির ৬/এ-তে সাউথ ব্রিজের ওই আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়।
আগুনে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘আগুনের ঘটনায় একজন মারা গেছেন। তার বিস্তারিত পরিচয় জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।’
