
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ০:১৭

আজ বেলা ১১ টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আফসার উদ্দিন খান একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে জানান তার বিরুদ্ধে কিছু পত্র-পত্রিকা অপপ্রচার করছেন এছাড়াও তিনি জানান তার পূর্বের সম্পদের পরিমান এবং বর্তমান সম্পদের পরিমান একই রয়েছে। কাউন্সিলর হরার পর তার সম্পদ বৃদ্ধি পায়নি। ২০ বছর পূর্বে যে সম্পদ ছিলো এখনো সেই পরিমান সম্পদ রয়েছে। তিনি জানিয়েছেন যেসব নিউজ করা হয়েছে সবগুলোই ভিত্তিহীন এবং দ্রুত তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহন করবেন।
তিনি আরো জানান তিনি কোন ক্যাসিনোর ব্যবসার সাথে জড়িত নয় এবং উত্তরায় এমন কোন ক্যাসিনো রয়েছে সে ব্যাপারেও তিনি অবগত নন এবং উত্তরা ১১ সেক্টরে যে খান ভবনটি রয়েছে সেটিও পূর্বের এবং পারিবারিক সম্পত্তি। তিনি চ্যালেঞ্জ করে বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত রিপোর্টের একটি তথ্যও যদি সত্যি বলে প্রমানিত হয়, আমি চির দিনের জন্য রাজনীতি ছেড়ে দিবো। তিনি সাংবাদিকদের সহযোগীতা চেয়ে তার বক্তব্য শেষ করেন।
শুদ্ধি অভিযানকে কেন্দ্র করে হঠাৎ করেই শুরু হয়েছে অপ্রচার, বেছে বেছে ক্লীন ইমেজের নেতৃবৃন্দকে টার্গেট করেই চলছে অপপ্রচার, এলাকাবাসির সাথে আলাপচারিতায় জানা যায়, ক্লীন ইমেজের একজন বর্ষিয়ান নেতা ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আফসার উদ্দিন খান, জনপ্রিয় একজন নেতা, যার জন্ম তৃনমূল থেকে এবং সবসময় জনগণের ভালবাসায় সিক্ত, পরোপকারী, সর্বদা ধার্মীক, সৎজন একজন মানুষ তিনি।
