সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১৯শে অক্টোবর ২০১৯ ১২:৪৭ অপরাহ্ন
  সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় পরবর্তি ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাবে বলা হয়েছে, খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা বা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শনিবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। আজ শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। গতকাল শুক্রবার সারাদেশে কোথাও কোন বৃষ্টিপাত হয়নি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৫ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর