পাবলিক টয়লেটের নামফলকে ‘কবি নজরুলের নাম’ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে নামফলকের ছবি পোস্ট করে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন।
নামফলকে উল্লেখ রয়েছে এর উদ্বোধন করেন ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন’। এতে ফেইসবুক ব্যবহারকারীরা মেয়র খোকনে নিয়ে নানা ক্ষোভ প্রকাশ করেন। ব্যাপক সমালোচনার পর ওই নামফলক করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় একটি লিখিত ব্যাখ্যা দেন।
তিনি বলেন, ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কবি নজরুল কলেজে কোনো পাবলিক টয়লেট উদ্বোধন করেননি। তিনি বিশ্ব মেয়র সম্মেলনে যোগদান শেষে সোমবার বিকেলে দেশে ফিরেছেন। এ নাম ফলকটি ঠিকাদার বসিয়েছিল। সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জানার সঙ্গে সঙ্গে তা নামিয়ে ফেলা হয়েছে।’
জানা যায়, সোমবার সকাল থেকে ফেসবুকে ‘কবি নজরুল কলেজের পাবলিক টয়লেট; শুভ উদ্বোধন করেন মোহাম্মদ সাঈদ খোকন; মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ লেখা একটি নামফলক পোস্ট করতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ছড়িয়ে পড়তে থাকে। কবি নজরুল কলেজের মোস্তাফিজুর রহমান নামের সাবেক এক শিক্ষার্থী তার ব্যক্তিগত ফেইসবুকে পোস্ট দিয়ে বলেন, ‘সিটি করপোরেশন থেকে পথচারীদের জন্য পাবলিক টয়লেট বানাবেন এটা স্বাভাবিক। কিন্তু সেই পাবলিক টয়লেটের নামকরণ করবেন ‘কবি নজরুল কলেজ পাবলিক টয়লেট’?
আতাউর রহমান নামের একজন ব্যক্তি তার ওয়ালে নামফলক পোস্ট করে লেখেন, ‘মেয়রের কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন ও লজ্জাজনক আচরণ কাম্য নয়।’ কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাকিব লেখেন, ‘এ কলেজের পাশে একটি নতুন পাবলিক টয়লেট উদ্বোধন করার অপেক্ষায় কিন্তু টয়লেটের নামকরণ করা হয়েছে ‘কবি নজরুল কলেজ পাবলিক টয়লেট। এ ঘটনার ক্ষোভ প্রকাশ করছি। দ্রুত এ নামফলক পরিবর্তনের দাবি জানাই।’
কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম হাওলাদার বলেন, ‘এ বিষয়টি নিয়ে সকাল থেকে ফেইসবুকে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিকেলে তা অপসারণ করে ফেলে কর্তৃপক্ষ।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।