পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাবেয়া বসরী দাখিল মহিলা মাদ্রাসার নব নির্মিত সাইক্ললোন শেল্টার ভবনের উদ্বোধন ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ওই ভবনের উদ্বোধন করেন।
পরে ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু নব নির্মিত ভবনের ফলক উম্মোচন ও দোয়া পরিচালনা করেন। এসময় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সুধী সমাবেশে বক্তৃতা করেন ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ও মাদ্রাসার সভাপতি মো. ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, পৌরসভার মেয়র গোলাম কবির,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাহীদ হোসেন, ইউপি চেয়ারম্যান আল আমিন পারভেজ, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম সিকদার, শশাঙ্ক সমদ্দার, জমিদাতা আলহাজ্ব আনোয়ারুল হক, নুরুল হক প্রমুখ।
ইনিউজ৭১/জিয়া
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।