নেছারাবাদে বাল্কহেডের ধাক্কায় ৪৫ জন যাত্রীবাহি খেয়া নৌকা ডুবে ছয় যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ জগন্নাথকাঠি বন্দরের কাঠের পুল নামক স্থানে লোহার ব্রীজের গোড়ায় দক্ষিণ ও উত্তর পাড় দুই বন্দরের সংযোগ খালে এ র্দুঘটনা ঘটনা ঘটে। আহত খেয়া যাত্রীরা উপজেলার বিভিন্ন এলাকার হওয়ায় প্রাথমিকভাবে একজনের নাম পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম ঠিকানা জানা যায়নি। পরিচয় পাওয়া ওই আহত যাত্রীর নাম আবুল বাশার (৬০)। তার বাড়ি উপজেলার জগন্নাথকাঠি গ্রামে। বালি বোজাই বাল্কহেডটি ওই খাল দিয়ে জোয়ারের সাথে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার কারনে র্দুঘটনাটি ঘটেছে বলে জানাগেছে। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘাতক বাল্কহেডটি আটক করে থানায় নিয়ে আসেন।
স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বালুবোজাই ওই বাল্কহেডটির বেপরোয়া গতির কারনে যাত্রী বোজাই খেয়া নৌকাটির সাথে ধাক্কা লেগেছে। তবে র্দুঘটনায় তেমন কিছু ঘটেনি। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে কাঠেরপুল এলাকার ওই খালের দক্ষিণ পাড় থেকে ৪৫ জন যাত্রী নিয়ে খেয়া নৌকাটি উত্তরপাড় বন্দরে আসছিল। এমন সময় খালের পূর্ব দিক থেকে এম,বি রাব্বি নামে বালিবোজাই একটি বাল্কহেড দ্রুত গতিতে চালিয়ে এসে খেয়া নৌকায় সজোড়ে ধাক্কা দেয়। এতে নৌকাটি কাত হয়ে ডুবে যায়। যাত্রীরা সবাই কোনমতে সাঁতরিয়ে তীরে উঠলেও ৬ জন যাত্রীর হাত পায়ের বিভিন্ন জায়গায় ছোট খাট আঘাত প্রাপ্ত হয়।
জানাগেছে পৌর শহরের জগন্নাথকাঠি বন্দর সংলগ্ন শিতলার খালে লোহার ব্রিজটি দেড় মাস পূর্বে একটি বাল্কহেডের ধাক্কায় বিধ্বস্ত হয়। সেদিন থেকে ওই জায়গা থেকে খেয়ায় করে যাত্রী পারাপার শুরু হয়। ব্যাস্ততম ওই ব্রিজটি মেরামত করতে পৌর কর্তৃপক্ষ বিলম্ব করায় জনদুর্ভোগ বেড়ে যায়। পৌরসভার মেয়র গোলাম কবির জানান, বিভিন্ন কারনে ব্রিজটি মেরামতে বিলম্ব হয়েছে। বর্তমানে দ্রুততার সাথে কাজ চলছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।