খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২রা অক্টোবর ২০১৯ ০৯:২৬ অপরাহ্ন
খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করলেন ইউএনও

হাটহাজারী পৌরসভার কুরা হাট (মুরগি হাট) এলাকায় একটি রড সিমেন্টের গোডাউন থেকে জব্দ করা ৫ টন পেঁয়াজ খোলাবাজারে বিক্রির আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে এসব পেঁয়াজ মজুদের দায়ে গোডাউন মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে স্থানীয় আমির হোসেনের মালিকানাধীন ওই রড সিমেন্টের গোডাউনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

আরও খবর: টনকে টন পিঁয়াজ মিলছে রড সিমেন্টের গোডাউনেও!

মো. রুহুল আমিন জানান, পেঁয়াজের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে রড সিমেন্টের গোডাউনে অবৈধভাবে মজুদ করা ৫ টন পেঁয়াজ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে এসব পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকায় খোলাবাজারে বিক্রির আদেশ দেওয়া হয়।  

তিনি বলেন, আদেশের পর উপজেলা প্রশাসনের তত্বাবধানে এসব পেঁয়াজ খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন ধরেছেন এলাকার লোকজন। একজন ক্রেতা কেজি প্রতি ৭০ টাকায় সর্বনিম্ন ২৫০ গ্রাম এবং সবোর্চ্চ যত ইচ্ছে পেঁয়াজ কিনতে পারবেন। যার পুরো অর্থ পাবেন পেঁয়াজের মালিক।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব