হিজলায় মা ইলিশ রক্ষায় সচেতনতামুলক সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২রা অক্টোবর ২০১৯ ০৯:১৯ অপরাহ্ন
হিজলায় মা ইলিশ রক্ষায় সচেতনতামুলক সভা

বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ীদেরকে নিয়ে, মা ইলিশ রক্ষা বিষয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। হিজলা উপজেলা প্রশাসন ও হিজলা গৌরব্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে ২ অক্টোবর বিকেলে, কাকুরিয়া বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, হিজলা গৌরব্দী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ( অঃদাঃ) অপু সাহা, অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার, নৌ পুলিশ ইনচার্জ বেলাল হোসেন, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) জাহিদুল ইসলাম পাঠান।

সভায় বক্তাগণ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে এ বছর  ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় ও বিনিময় দন্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এই আইন অমান্যকারীর শাস্তি ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব