
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ৪:৩১

টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসব মুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (অনুর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পর্যায়ে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আব্দুুল হালিম। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হামিদ ভোলা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, নিকরাইল ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার, ফলদা ইউপি চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম তালুকদার দুদু, ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মুহীউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ।এ খেলায় ভূঞাপুর পৌরসভা বনাম নিকরাইল ইউনিয়ন পরিষদ দল অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
