
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ৩:৩

মাদরাসার নবসৃষ্ট পদে নিয়োগে অর্থ বরাদ্দের বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, স্কুল-কলেজের মতোই মাদরাসার শিক্ষকরাও সুযোগ পাবে। এক্ষেত্রে কোন ধরণের বৈষম্য করা হবে না। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তাই বিষয়টি নবসৃষ্ট পদে নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮-এর নতুন সকল পদসমূহে চলতি অর্থবছরেই শিক্ষক-কর্মচারী নিয়োগ দানে প্রয়োজনীয় অর্থবরাদ্দের আবেদন জানান বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শেরে বাংলানগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে লিখিত আবেদন পেশ করেন নেতৃবৃন্দ। এ সময় মাদরাসায় নবসৃষ্ট পদে নিয়োগে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী। এমনটাই জানিয়েছেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব