
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

ইন্দুরকানীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ মুজাহীদের সাথে উপজেলা জমিয়াতুল মোর্দাসিনের নেতৃবৃন্দ ও উপজেলা মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাত। ১৭ সেপ্টেমবর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যলয় এ সাক্ষ্যাত করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা জমিয়াতুল মোর্দাসিনের সভাপতি মাওলানা গীয়াশ উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ আব্দুর রহিম,এ সময় উপস্থিত ছিলেন টগরা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ দেলওয়ার হোসেন, ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শাহ আলম, মাওঃ ছাইয়েদুর রহমান, মাওঃ ওয়াহিদুজ্জামান, মাওঃ এস এম সরোয়ার হোসেন, মাওঃ তাজাম্মাল হোসাইন প্রমুখ।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ মুজাহীদের সাথে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আঃ লতীফ হাওলাদার, সাবেক ডেপুটি কমান্ডার বাবু স্বপন কুমার রায়, সাবেক কমান্ডার মোশারফ হোসেন সেখ, মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার সহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার সকলের সাথে কুশল বিনিময় করেন ও সবার কথা শোনেন এবং বিভিন্ন বিষয় দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।

ইনিউজ ৭১/এম.আর