পিরোজপুর সদর থানায় বুধবার রাতে হত্যা মামলায় সন্দেহভাজন আসামী হিসাবে গ্রেফতার হওয়া সালমান খান (২৪) বৃহস্পতিবার সকালে থানা থেকে পালিয়ে গেছে। এ মামলায় সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই মুনিরুজ্জামান গতকাল বুধবার রাতে সালমানকে কলাখালীর যুবলীগ কর্মীর জয় হত্যা মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করেন।
মাদক ও নারী নির্যাতনসহ চারটি নিয়মিত নিয়মিত মামলার আসামসী গেফতারকৃত সালমান খান সদর উপজেলার কলাখালী গ্রামের দুলাল খানের ছেলে। থানা সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টার সময় থানা হাজতে থাকা সালমান পানি পান করতে চাইলে দায়িত্বরত সেন্ট্রি হাজতখানার দরজা থুলে দেন। সুযোগসন্ধানী সালমান গেইট খুলকে না খুরতেই কিছু বুঝে উঠতে পারার আগেই সেন্ট্রিকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যায়। এসময় সেন্ট্রি পুলিশ মাথায় গুরুতর আঘাত পান। পুলিশ সদস্যরা সালমানকে ধাওয়া করলে সে থানার উত্তর দিকে দামুদর খালে ঝাপিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হন।
সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, সকাল বেলা থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারির উপস্থিতি কম থাকার সুযোগে আসামী পলায়নের সুবিধা পায়। এ ঘটনায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তদন্ত) মোল্লা আজাদ হোসেন জানান, সকালে পিরোজপুর সদর থানা পরিদর্শন করেছি। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের ব্যপক অভিযান শুরু হয়েছে। আসামীর পলায়নে পুলিশের কারো অবহেলা পাওয়া গেলে এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনিউজ৭১/জিয়া
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।