পলাশে সচেতনতা বৃদ্ধিমূলক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: বুধবার ১১ই সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪০ অপরাহ্ন
পলাশে সচেতনতা বৃদ্ধিমূলক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অফিসের বাস্তবায়নে ইভটিজিং এ নির্যাতিত কিশোরীদের আত্মহনন, সাইবার ক্রাইম ও কর্মস্থলে যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

গত রোববার থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় তিনদিন ব্যাপী কর্মশালা শুরু হয়ে বুধবার পর্যন্ত এ কর্মশালা চলে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরার সভাপতিত্বে তিনদিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারহানা আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ শেখ হালিমা ফারহানা মিতু প্রমূখ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব