এরশাদ এবং জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতি বলা আদালতের রায়ের অবমাননা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৮ই সেপ্টেম্বর ২০১৯ ০৯:২২ অপরাহ্ন
এরশাদ এবং জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতি বলা আদালতের রায়ের অবমাননা

জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ এবং জেনারেল জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতি বলা আদালতের রায়ের অবমাননা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে আনা শোক প্রস্তাবের উপর আলোচনায় এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। অধিবেশনের শুরুতেই বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদসহ বেশ কয়েকজন প্রয়াত সাবেক সংসদ সদস্য ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের উপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী দশম ও একাদশ সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকার প্রশংসা করেন। জেনারেল এরশাদের বেশ কিছু বিষয় ভালো বলে উল্লেখ করলেও তার ক্ষমতা দখলের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এর আগে হুসেইন মুহম্মদ এরশাদের কর্মকাণ্ড ও জীবনের ওপর আলোচনা করেন জাতীয় পার্টির নেতারা। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের নেতারাও। আলোচনা শেষে প্রয়াতদের স্মরণে নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

ইনিউজ ৭১/এম.আর