
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০১৯, ২:৫৩
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন গোবিন্দপুর গ্রাম এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ প্রেক্ষিতে ০৮/০৯/২০১৯ ইং তারিখ বিকালে গোপন উৎস থেকে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন গোবিন্দপুর গ্রামস্থ মৃত আরমান মোল্যার বসত বাড়ির সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হবে বলে সংবাদ পাওয়া গেলে উক্ত সংবাদের সত্যতা যাচাই এর জন্য ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে এবং সংবাদের সত্যতা পায়।

এ প্রেক্ষিতে ০৮/০৯/২০১৯ ইং তারিখ বিকালে সিপিসি-২, ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ফরিদপুর জলার নগরকান্দা থানাধীন গোবিন্দপুর গ্রামস্থ মৃত আরমান মোল্যার বসত বাড়ির সামনে হতে মাদক ব্যবসায়ী আসামী ১। নূর ইসলাম মোল্যা(৫০), পিতা- মৃত জব্বার মোল্যা, সাং- কেশবনগর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরকে আটক করে। এ সময় আসামীর হেফাজত থেকে সর্বমোট ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি সীমকার্ডসহ ০১টি মোবাইল সেট এবং মাদক বিক্রিত ১৮০০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ফরিদপুর জেলার নগরকান্দা থানা সহ ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রিয় করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় হস্তান্ত করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা প্রক্রিয়াধীন আছে।

ইনিউজ ৭১/এম.আর