৪৮তম স্কুল ও মাদ্রাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ও হাডুডু ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৮ই সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩১ অপরাহ্ন
৪৮তম স্কুল ও মাদ্রাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ও হাডুডু ফাইনাল অনুষ্ঠিত

৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর তত্বধানে ইন্দুরকানীতে অনুষ্ঠিত হলো ফুটবল ও হা-ডু-ডু খেলা। ৮ ই সেপ্টেম্বর  রবিবার সকালে উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া কর্মসুচীর উদ্বোধন করেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যড এম মতিউর রহমান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অশোক কুমার বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর প্রোগ্রাম অফিসার মানসুরা সাথী,  উপজেলা বেসরকরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক শন্তোষ কুমার শীল, শিক্ষক নেতা ফোরকান গাজী,খান নাছির উদ্দিন, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।

সকালে উপজেলা পরিষদ মাঠে ইন্দুরকানী এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম পাড়েরহাট  রাজলক্ষি স্কুল এন্ড কলেজের মাধ্যমে ফুটবল ফাইনাল খেলায় শুরু হয়। রাজলক্ষি মাধ্যমিক বিদ্যালয়কে তিন শুন্য গোলে ইন্দুরকানী এম ইউ মডেল মাধ্রমিক বিদ্যালয় পরাজিত করে চ্যামপিয়ান হন। খেলাটি পরিচালনা করেন হেমায়েত উদ্দিন হাওলাদার। সপ্তাহ ব্যাপি এই খেলায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন।

ইনিউজ ৭১/এম.আর