
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬
পটুয়াখালীর গলাচিপায় ঢাকা থেকে ছেড়ে আসা এমভি বাগেরহাট-২ লঞ্চ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে লে র দ্বিতীয় তলার ডেক থেকে এ লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। লঞ্চ যাত্রীদের সূত্রে জানা যায়, ওই যুবতীর সঙ্গে এক যুবক লঞ্চের ডেকে বসে একসাথে কলাগাছিয়ার উদ্দেশ্যে আসতে ছিল। কিছুক্ষন পরে ওই যুবতী অসুস্থ হয়ে পড়লে তার সাথে থাকা যুবককে আর খুজে পাওয়া যায়নি। পরে রাত দুইটার দিকে ডিসি রোডে ঘাট দেয়ার পর ওই যুবতী মারা যায়।
লঞ্চের সুপার ভাইজার আবদুল লতিফ জানান, লঞ্চ ফতুল্লা ঘাট থেকে ছেড়ে আসার পর যাত্রীরা জানিয়েছে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং তার সাথের ছেলেটাকে খুজে পাওয়া যেেচ্ছনা। ওই মেয়েকে কেউ নেশা জাতীয় কিছু খাওয়াইছে কিনা ভেবে লে র স্টাফ ও যাত্রীরা তাকে সুস্থ করার চেষ্টা করে। পরে রাত দুইটার দিকে ওই মেয়ের হাতের পালস দেখে বুঝতে পারে সে মারা গেছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ জানান, রাতে লঞ্চের এক যাত্রী ওই যুবতীর নিহতের খবর জানালে সকালে আমরা লাশ উদ্ধার করি। এখনও লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। তবে কি কারনে এ যুবতী মারা গেছে সেটা এখনও নিশ্চিত করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
