বহু ভাষায় সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা-এই প্রতিপাদ্য নিয়ে, বরিশালের হিজলা উপজেলায় উদযাপন করা হলো, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ ।
৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সকাল ৯ টায়, হিজলা উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, উপজেলা উপানুষ্ঠানিক কার্যক্রমের প্রোগ্রাম অফিসার, গণমাধ্যম কর্মি, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।