
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৯, ৫:৪০

মদের দোকান (বার) চালানোর অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্মকর্তা পরিদর্শক (ইন্সপেক্টর) হেলালউদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে। নিজেকে আড়ালে রেখে কৌশলে এই মদের বার চালান তিনি আপন ভাই মো. আজাদ হোসেনের নামে। খবর জানাজানি হওয়ায় নিজেকে বাঁচাতে এখন সেই ভাইকেই অস্বীকার করেছেন তিনি। কর্মস্থল যশোর হলেও বেশিরভাগ সময় থাকেন রাজধানীতে। মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে তার বাসা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা হেলালের দাবি, আজাদ নামে তার কোনো ভাই নেই। কিন্তু আজাদ জানান, হেলালউদ্দিন ভূঁইয়া তার আপন ভাই। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, বাবা আলী আহম্মদ ভূঁইয়া এবং মা মোসাম্মৎ সামছুন নাহার। পেশা ‘ছাত্র’। আলী আহম্মদ ভূঁইয়া ও সামছুন নাহার দম্পতির ছেলে হেলাল। আজাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়কান্দি (মধ্যাংশ)। বাড়ির নাম ‘ভূঁইয়া বাড়ি’। একই ঠিকারা হেলালেরও। জানা গেছে, ৬ ভাইবোনের মধ্যে হেলাল চতুর্থ। আজাদ সবার ছোট।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব