
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০১৯, ০:৪৪

শরীয়তপুর সদর উপজেলায় চন্দ্রপুরে ৫৯বোতল মদ ও একটি প্রাইভেটকারসহ বাবুল বাড়ই,দেবাশীষ হাজরা ও নিবাস বাড়ই নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সন্তুষপুর ফারির পুলিশ। শুক্রবার ৬সেপ্টেম্বর বেলা ১২টায় সদর উপজেলা চন্দ্রপুর ইউনিয়নের লক্ষিরমোড় জহিরুলের দোকানের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মাদারীপুর সদর থানার বাহাদুরপুর ইউনিয়নের অতুল বাড়ইর ছেলে বাবুল বাড়ই(৩০) ,দিলিপ হাজরার ছেলে দেবাশীষ হাজরা(৩১), রাজৈর থানার আম গ্রামের নিশিকান্ত বাড়ইর ছেলে নিবাস বাড়ই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব