
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৩

চাঁদপুর ইউনিটি ০৬০৮ একটি সামাজিক সংগঠন। যার বয়স মাত্র এক মাসেরও। সংগঠনটি হচ্ছে এসএসসি-২০০৬ এবং এইচএসসি-২০০৮ এর চাঁদপুর জেলার সকল বন্ধুদের নিয়ে। সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। এইপ্রথম কোন সংগঠন ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর আয়োজনে ডেঙ্গু রোগীদের মাঝে খাবার স্যালাইন ও ডাব বিতরণ করা হয়।
এসময় আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, রোগীদের পাশে দাঁড়ানো এবং তাদের সেবার করার মতো মহৎ আর কোন কাজ হতে পারে না। সমাজ সেবামূলক কর্মসূচী সমাজের প্রতিটি মানুষকে আতœসচেতন ও পরস্পর পরস্পরের সহযোগী হিসেবে গড়ে তোলে। সমাজের অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় প্রতিটি বিবেকবান মানুষকে সমাজ সেবামূলক কর্মকান্ডে এগিয়ে আসা প্রয়োজন। তাই তিনি সমাজের সকল সামর্থবান ব্যক্তি ও সংগঠনকে আত্মামানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর যে কোন সামাজিক কাজে আমার সহযোহিতা থাকবে। চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর একঝাঁক তরুন যে উদ্যোগ হাতে নিয়েছে তার জন্য সংগঠনের সকল সদস্যকে সাধুবাদ জানাই।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুর রহমানসহ লোগোযুক্ত র্টি শার্ট পরিহিৃত সংগঠনের একঝাঁক তরুন।