অদ্য ০৫ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার উত্তরার অভিজাত এলাকায় অবস্থিত "লাইটহাউস ক্যারিয়ার কলেজে" এডিস মশা নির্মূল ও ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপ-সচিব ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জুলকার নায়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা প্রবীর কুমার সেন, উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাবিকুন নাহার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টেক্সেশন কর্মকর্তা জোবায়ের ইসলাম, এলজিইডি মন্ত্রনালয়ের এসিস্টেন্ট ইন্জিনিয়ার জালাল উদ্দিন প্রমুখ। এছাড়াও রোভার স্কাউটের কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ এডিস মশা নির্মূল ও ডেঙ্গুজ্বর প্রতিরোধে দিকনির্দেশনা মূলক ও করনীয় সম্পর্কে কার্যকরী বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উত্তরা থানা মাধ্যমিক কর্মকর্তা সাবিকুন নাহার এডিস মশা নির্মূল ও ডেঙ্গুজ্বর প্রতিরোধে লাইটহাউস ক্যারিয়ার কলেজের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য যে, লাইটহাউস ক্যারিয়ার কলেজ শুরু থেকেই উত্তরার
৭ নং সেক্টরের ১৮, ১৯, ২০, ২১, ২৩, ২৪, ২৫ ও ২৬ নং সড়কের বাসায় বাসায় গিয়ে সরকারের নির্দেশনা অনুয়ায়ী কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও উপরোক্ত সড়ক সমূহের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ড্রেনের জমাট পানি দূরীভূত করন কাজে অংশ গ্রহন করেন। কলেজ অধ্যক্ষের নেতৃত্বে কলেজের সকল প্রভাষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন লাইটহাউস ক্যারিয়ার কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সবুজ।