রাজধানীর জুরাইনে ঘরে ঢুকে রুমা আক্তার নামে এক তরুণীকে কুপিয়ে জখম করেছে তিন দুর্বৃত্ত। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে মাকেও গুরুতর জখম করা হয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুরাইন মেডিকেল রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মমতাজ বেগম (৪০) ও তার মেয়ে রুমা আক্তার (১৯)। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক করা হয়েছে একজনকে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আহত রুমার চাচাতো ভাই জাকির হোসেন জানান, রুমার বাবা কনফেকশনারি ব্যবসায়ী রব ব্যাপারী পরিবার নিয়ে ওই বাসায় থাকতেন। তার দোকানেই শহিদুল নামে (২৫) এক ব্যক্তি কাজ করতেন।
দোকানে হিসাবে গড়মিলের ঘটনায় কিছু দিন আগে শহিদুলকে দোকান থেকে বের করে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহিদুলসহ তিন যুবক ঘরে ঢুকে প্রথমে রুমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় রুমার মা (মমতাজ বেগম) এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। তবে কী কারণে শহিদুল ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাকির।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।