কালকিনিতে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩২ অপরাহ্ন
কালকিনিতে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন

মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা আজ বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার প্রমুখ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব