
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীসহ সারা দেশে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বনশ্রীতে এক শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর মারা যায়। রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দুই তরুণী। তাছাড়া ফরিদপুর, খুলনা এবং ময়মনসিংহে আরো চারজন মারা গেছেন। সোমবার (১৯ আগস্ট) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার হোসেন নামে মসজিদের এক খাদেম। ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সদর হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে তাকে নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত দেলোয়ার শহরের পূর্বখাবাসপুর এলাকার লঞ্চঘাট জামে মসজিদের খাদেম ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব