কক্সবাজারের উখিয়ার রত্নাপালংয়ে সম্পত্তির ভাগ বেশি না দেওয়ায় আপন ভাইকে হত্যার উদ্দ্যেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করার গুরুতর অভিযোগ উঠেছে সহোদর ভাইদের বিরুদ্ধে।আহত প্রবাসী তপন বড়ুয়ার পরিবার সুত্রে জানা গেছে মধ্যম রত্নাপালংয়ের মনমোহন বড়ুয়ার ছেলেদের মধ্যকার পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।তপন বড়ুয়ার আপন সহোদর ভাই মাষ্টার শীলব্রত বড়ুয়া, রবীন্দ্র বড়ুয়া ও রদেশ বড়ুয়াদের সাথে এনিয়ে স্থানীয় ভাবে একাধিকবার শালিস বিচারও হয়।
কিন্তু শীলব্রত বড়ুয়া, রবিন্দ্র বড়ুয়া ও রদেশ বড়ুয়ারা এলাকার শালিস বিচার কিছুই তোয়াক্কা না করে তপন বড়ুয়ার বাড়ি ভিটি জবর দখল চেষ্টা চালিয়ে আসছিল।তারই ধারাবাহিকতায় গত শনিবার (১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে শীলব্রত বড়ুয়া,রবীন্দ্র বড়ুয়া ও রদেশ বড়ুয়ারা সংঘবদ্ধ হয়ে তপন বড়ুয়ার বাড়িঘরে স্বশস্ত্র হামলা চালায়। এতে তপন বড়ুয়া বাধা দিতে গেলে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে মাথা কাটা সহ শরীরের বিভিন্ন অংগে কাটা ছেড়া রক্তাক্ত জখম করে।
হামলাকারীরা তপন বড়ুয়াকে কুপিয়ে মৃত ভেবে মাটিতে ফেলে রাখলে ঘটনাস্থলে উপস্থিত রত্নাপালং ইউপির সদস্য মোক্তার আহমদ, আব্দুল গফুর ও সাবেক ইউপি সদস্য মধু বড়ুয়াসহ স্থানীয়রা উদ্ধারপূর্বক উখিয়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক জানান, আহত তপন বড়ুয়ার অবস্থা গুরতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে আহতের পরিবার জানিয়েছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃআবুল মনছুর এ প্রসঙ্গে কোন অভিযোগ পাননি বলে জানান, পেলে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।