
প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ২৩:১৫

রাজধানীর মিরপুরে পুড়ে যাওয়া ঝিলপাড় বস্তিতে ঘর ছিল ১৫ হাজার। এসব ঘর থেকে মাসে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল ওঠে প্রায় দেড় কোটি টাকা। এই অর্থ আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা তুলে ভাগাভাগি করে নেন। যেই তিনটি খাত থেকে এই বিল আসে তার মধ্যে গ্যাস থেকে সরকার কোনো টাকা পায় না। আর বিদ্যুৎ ও পানি থেকে খুব সামান্য অর্থ জমা হয় সরকারি কোষাগারে। বিভিন্ন সেবা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বস্তিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই অর্থের ভাগ পান ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার ও আওয়ামী লীগের নেতা রজ্জব হোসেন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ওরফে খোকন। ওয়ার্ডের এই দুই নেতা ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস মোল্লাহ্র অনুসারী হিসেবে পরিচিত।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব