ঢাকার কেরানীগঞ্জে বাবার লাথিতে আট মাসের এক শিশু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেরানীগঞ্জের মালঞ্চ জিয়ানগর এলাকায় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার রাসেল আহমেদ নিশ্চিত করেছেন। নিহত শিশু হযরত আলী ওই এলাকার সুমন মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে কলহের এক পর্যায়ে উত্তেজিত হয়ে নিজের ৮ মাসের সন্তানকে সজোরে লাথি দেন সুমন।
এতে শিশু হযরতের মৃত্যু হয়। পরে এ ঘটনায় এলাকাবাসী থানায় অভিযোগ করে। এ প্রসঙ্গে কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার রাসেল আহমেদ বলেন, "এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিহত হযরতের বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। শিশু হত্যার প্রমাণ পাওয়া গেলে বাবা সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।