
প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ২:১৭

"ঝগড়াঝাটি মারামারি, সবাই মিলে বন্ধ করি। বদলে যাও বদলে দাও, দাঙ্গা মুক্ত সমাজ গড়" এই স্লোগানকে সামনে রেখে আজ রোববার (১৮ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
মানুষ যেন হয়রানির শিকার না হন। শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান বলেন, জনপ্রতিনিধিদের মূল্যায়ন করতে হবে। প্রশাসন আমাদের সহযোগিতা করতে হবে। ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম বলেন, এই থানায় অন্তত ৫০ জন পুলিশ সদস্য দরকার। অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল বলেন, সাম্প্রতিক সময়ে সরাইলে দাঙ্গা মহামারি আকার ধারণ করেছে, তা যেকোনো মূল্যে রুখতে হবে। সহকারি পুলিশ সুপার মকবুল হোসেন বলেন, সকলে যার যার অবস্থান থেকে সামাজিক দায়িত্বপালন করলে দাঙ্গা আর হবেনা।
উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, এখানকার দাঙ্গা রোধে উপজেলার প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডে নতুনভাবে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করতে হবে। বর্তমান কমিটি অকার্যকর। অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, দাঙ্গা'র ইন্দনদাতা, অর্থদাতা ও নেতৃত্বদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, সরাইলের মানুষের মনের পরিবর্তন না হলে এখানে পাঁচ হাজার পুলিশ দিলেও দাঙ্গা রোধ সম্ভব নই। সাংসদ শিউলি আজাদ বলেন, সরাইলের দাঙ্গা নিয়ে কেদ্রীয়ভাবে নানা আলোচনা হচ্ছে। সরাইলকে দাঙ্গামুক্ত করতে তিনি সকলকে কাজ করার আহবান জানান। এসময় গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক সংঘটন ও ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধি গণ উপস্হিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব