পিরোজপুরের ইন্দুরকানীতে শোকের মাস উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন ব্রাদার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও এ্যালামনাই এ্যসোসিয়েশনের যৌথ উদ্যোগে ২৯ নং বালিপাড়া পূর্ব-চরবলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব- অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ২৯ নং বালিপাড়া পূর্ব-চরবলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ হাচান হিরনের সভাপতিত্বে ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবুল হোসেন খান, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ফকির, ব্রাদার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ও এ্যালামনাই এ্যসোসিয়েশনের সভাপতি লায়ন ডাক্তার আবু হানিফ,বালিপাড়া ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও এ্যালামনাই এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক রাহাত খান রাজু, সহকারী শিক্ষক সাদিয়া শারমিন, মারুফা আক্তার,মরিয়ম খানম, ছালিমা খান, স্থানীয় রফিক সরদার প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনটির পক্ষ থেকে স্কুলের ৪০ জন গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এ ছাতা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।