সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় দাঙ্গা ও মাদকের প্রবণতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। এসব রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে তারা কাজ করছেন। এরই অংশ হিসেবে শুক্রবার উপজেলা সদরের কুট্টাপাড়ায় নিজ গ্রামের সমাজপতিদের সঙ্গে এ নিয়ে মতবিনিময় সভা করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। স্থানীয় ইউপি সদস্য মো. সাদেক মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সমাজ সেবক অ্যাডভোকেট আবদুর রাশেদ, হাজী ইকবাল হোসেন, অ্যাডভোকেট জয়নাল উদ্দিন, শামসুল হক, আলী আহাম্মদ, সাবেক ইউপি সদস্য আব্দুল আলী, আহাদ আলি, ইদন মিয়া, শানু মিয়া, শুনু মিয়া, মেজবাহ উদ্দিন, শিক্ষক জজ মিয়া, ইফাদ ইকবাল প্রমূখ।
মতবিনিময় সভায় সাংসদ শিউলী আজাদ কুট্টাপাড়া গ্রাম থেকে মাদক ও দাঙ্গা চিরতরে নির্মূলে গ্রামের সমাজপতিদের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, এই সর্বনাশা মাদক গ্রামের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তুচ্ছ ঘটনায় দাঙ্গা ও সংঘর্ষের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসবে বিভিন্ন মহলে ঐতিহ্যবাহী সরাইলের বদনাম হচ্ছে। তাই এসবের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। সভায় উপস্থিত গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পক্ষে তাঁদের মতামত পেশ করে সাংসদকে আশ্বস্ত করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।