
প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ২:৫৭

ইসতিয়াক আহমেদ। বাবার কাছে বায়না ধরেছিলেন মোটরসাইকেল কিনে দিতে। ঈদের পাঁচ দিন আগে আদরের ছেলেকে মোটরসাইকেল গিফট করেছিলেন বাবা। এই আদরেই ছেলেকে চিরতরে হারাতে হয়েছে তাকে। সপ্তাহ না ঘুরতেই মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে সড়কে পিষ্ট হয়েছেন ইসতিয়াক।
বৃহস্পতিবার সখীপুর-ঢাকা সড়কের বোয়ালী উত্তর পাড়া এলাকায় একটি পিকআপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইসতিয়াক। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সানাবান্ধা এলাকার শাকিল আজাদের ছেলে ও বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব