
প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ২২:৬

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। তার নাম মনোয়ার বেগম (৪৫)।
শনিবার (১৭ আগস্ট) বেলা ১টা ৫ মিনিটে তিনি মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জে। স্বামীর নাম সাইফুল হক।
মনোয়ারার ছেলে মো. সালেক জানান, ১৩ আগস্ট তার মাকে নিয়ে ঢামেকে আসেন। ওই দিন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে মারা যান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব