
প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ২১:৪৯

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭আগস্ট) সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার রামভদ্রপুর রেবতী মহন উচ্চ বিদ্যালয়ে সারাদিন ব্যাপী এ সেবা প্রদান করা হয়। ঢাকাস্থ রামভদ্রপুর ইউনিয়ন দুঃস্থ জনকল্যান সংস্থার উদ্যোগে বাংলাদেশ লায়ন্স চক্ষু হাসপাতাল ইনিস্টিউট এর সহযোগীতায় এ চক্ষু শিবিরের আয়োজন করেন।
দিন ব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে প্রায় ৬শ জন রোগীকে চক্ষু সেবা দেয়া সহ ৭০জন রোগীকে ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়। এতে বিনামূল্যে চোখের চিকিৎসাপত্র প্রদান, ন্যায্য মূল্যে ঔষধ ও চশমা প্রদান, ছানী অপারেশন ও বিদেশী ল্যান্স সংযোজন, অপারেশনকৃত রোগীর বিনামূল্যে কালো চশমা প্রদান, অপারেশনকৃত রোগীর হাসপাতালে যাতায়াত ব্যবস্থা ফ্রি, নেত্রনালী ওয়াশ, চোখের প্রেসার ও চশমার পাওয়ার পরীক্ষা ফ্রি, স্বল্প মূল্যে নেত্রনালী ও মাংশবৃদ্ধি অপারেশন করা হয়। রাজধানীর লায়ন চক্ষু হাসপাল সহ বিভিন্ন স্বনামধন্যা হাসপাতালের বিশেষজ্ঞরা চোখের চিকিৎসা প্রদান করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব