বস্তির আগুন ছড়িয়ে পড়েছে স্কুল ভবনেও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৬ই আগস্ট ২০১৯ ০৯:২৬ অপরাহ্ন
বস্তির আগুন ছড়িয়ে পড়েছে স্কুল ভবনেও

রাজধানী মিরপুর-৭ এর আরামবাগের ঝিলপাড় বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন পাশ্ববর্তী বঙ্গবন্ধু বিদ্যা নিকেতন নামে একটি স্কুল ভবনের প্রথম তলায় ছড়িয়ে পড়েছে। সে ভবনে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা নেমে আসেন। এছাড়া পাশ্ববর্তী এলাকার ভবনগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আরামবাগের বস্তিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর লিটন জানান, 'ঘটনাস্থলে আমাদের ২০টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে এর বেশি তথ্য নেই আমাদের কাছে। কিছুক্ষণ পর বিস্তারিত তথ্য জানানো যাবে।'

সরেজমিনে দেখা গেছে, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পাশ্ববর্তী স্কুল ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় রয়েছে। এতে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে বেগ পেতে হচ্ছে। তবে অনেকেই ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করছে।