মিরপুর ৭নম্বর বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৬ই আগস্ট ২০১৯ ০৮:১৪ অপরাহ্ন
মিরপুর ৭নম্বর বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ১২ ইউনিট

মিরপুর ৭ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার রুপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত বস্থিতে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ জানান, আগুনের খবর পেয়ে আমাদের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে বিস্তারিতভাবে তিনি কিছু জানাতে পারেননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।