ভূঞাপুর-তারাকান্দি সড়কের তারাই এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আবদুল মান্নান (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩ জন। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুুল মান্নান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আবদুল মান্নান ঈদের ছুটি শেষে তার মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী অটোরিকশাটি ভুঞাপুর-তারাকান্দি সড়কের তারাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তারাকান্দিগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে সিএনজির চালকসহ ৪ জন গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করে। এ সময় আহত মান্নানের মেয়ে ফরিদা ও মেয়ের স্বামী সেলিমকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।