
প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯, ২৩:২৮

রাজবাড়িতে পিকনিকের বাস উল্টে মো. শামীম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত আরও ৩০জন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজবাড়ির জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় শামীম বাসের জানালা দিয়ে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাসের আরও ৩০জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব