
প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯, ২২:১৩

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সাথে বন্দুকযদ্ধে নিহত নয়ন বন্ডের বাসায় চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তালা ভেঙে কে বা কারা বাসায় প্রবেশ করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, অর্ধ লক্ষাধিক নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে নয়নের মা সাহিদা বেগমের দাবি। তিনি এ ব্যাপারে বরগুনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। সাহিদা বেগম জানান, তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে প্রতিবেশীরা তার বাসার তালা ভাঙা দেখতে পেয়ে খবর দেন। খবর পেয়ে তিনি বাসায় এসে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে আসবাবপত্র এলোমেলা দেখে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব