রাঙ্গুনিয়ায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৬ই আগস্ট ২০১৯ ১০:১৬ পূর্বাহ্ন
রাঙ্গুনিয়ায় জাতীয় শোক দিবস পালিত

রাঙ্গুনিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছেন।পোমরা ইউনিয়ন আওয়ামীলীগ : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছৈয়দুল আলম তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য জাহেদুল আলম চৌধুরী আইয়ুব। উদ্বোধনী বক্তব্য দেন পোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওসমান হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম। মোহাম্মদ তৌহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ওয়াহিদুল কবির চৌধুরী, আব্দুল আজিজ, এম জাবেদ খাঁন, আবু তাহের মেম্বার, আবু বক্কর, মো. বাহাদুর, মো. আহমদ সাওদাগর, সাংবাদিক জগলুল হুদা, সাখাওয়াত হোসেন, মুফিজুর রহমান খাঁন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ ইউসুফ, মো. ছাবের, মো. রহিম, মো. আনোয়ার, মো. শাকিল প্রমুখ। এরআগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে কাঙ্গালি ভোজ করানো হয়। 

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ : রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম। সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য আকতার হোসেন খাঁন, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু তেয়ব, সাবেক সহ-সভাপতি বিকে চৌধুরী লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ -সভাপতি কাউছার নূর লিটন, সাবেক সাধারন সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ পারভেজ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, উপ- সমাজসেবা সম্পাদক মো. সেলিম প্রমুখ। শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালিত হয়।##